নবগঠিত ২১নং টুমচর ইউনিয়ন পরিষদটি শাকচর ইউনিয়নের পূর্ব অঙশ নিয়ে ২০১১ সালে গঠিত হয়। নব গঠিত ২১নং টুমচর ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন না থাকায় টুমচর পন্ডিত বাড়ির সম্মুখে কাচারি ঘরে অস্থায়ী কার্যালয়ে পরিচালনা করা হয়। এ ইউনিয়নের আয়তন-৩৩৯৫.৬৬ একর এবং লোকসংখ্যা ১৯৯৭৭ জন। টুমচর ইউনিয়নে ০১টি মাধ্যমিক বিদ্যালয়, ০৪টি মাদরাসা, ১০টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS