লক্ষ্মীপুর উপজেলাধীন ২১ নং টুমচর ইউনিয়নের কালিরচর গ্রামের ৭ নং ওয়ার্ডে রহমত খালি নদীর দক্ষীণ পাড়ে আশ্রয়ন কেন্দ্র অবস্থিত| এ আশ্রয়ণ কেন্দ্রে ১৮টি ব্যারাক রয়েছে। প্রতি ব্যারাকে ৫টি করে ইউনিট আছে। প্রতি ইউনিটে ০১টি করে ৯০টি বাস্তুভিটাহীন ও অসহায় ভূমিহীন পরিবারকে পুনবার্সন করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS