Details
এতদ্বারা ২১নং টুমচর ইউনিয়নের জনগনের অবগতির জন্য জাসাসো যাইতেছে যে, যাহারা বর্তমান সালে নতুন ভোটার হয়েছেন তাদের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, উক্ত ভোটার তালিকায় আপনার কোন সংশোধন থাকিলে তাহা অফিস চলঅকালীন সময়ে যাছাই করে আগামী ৩১ জানুয়ারীর মধ্যে নির্বাচন কমিশন অফিসে যোগায়োগ করে সংশোধন করে নিতে পারবেন।