Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউ আই এস সি

UISC ব্লগ টিউটরিয়াল (Basic-পর্ব) নতুন ব্লগ সদস্যদের জন্য ব্লগ ব্যবহার বিধি ব্লগ বিষয়ে আমার এই লেখাটি নতুন ব্লগারদের নানা সমস্যার কথা বিবেচনা করে লিখেছি। আর এই লেখাটি যদি কারো সামান্যতম কাজে লাগে তবে আমার কষ্ট স্বার্থক হবে বলে মনে করি। এখানে স্থান ও সময় বিবেচনায় আমি সব বিষয়ে বিস্তারিত লিখতে পারবো না। তবে আমি সুযোগ ও সমর্থন পেলে এটাকে আরও পরিমার্জন করব এবং “UISC ব্লগ টিউটরিয়াল (Advance-পর্ব)” লেখার উচ্ছা রইল। নতুন সদস্য করণঃ 1. নবাগতের একটি ইমেইল এ্যাকাউন্ট থাকতে হবে বা খুলে নিতে হবে(gmail বা yahoo)। 2. এই ব্লগের একজন সদস্য(ব্লগার)নবাগতকে আমন্ত্রণ না করলে নবাগত কখনোই সদস্য হতে পারবেন না। আমন্ত্রণ জানানোর জন্য ব্লগার ব্লগে প্রবেশ করে “সদস্য আমন্ত্রণ” এ ক্লিক করবেন। নীচে ► Enter Email Addresses এ ক্লিক করে send to তে নবাগতর ইমেইল দিয়ে send invitation এ ক্লিক করতে হবে। 3. যদি একই কম্পিউটারে বসে সদস্য করতে চান তবে sign out এ ক্লিক করে ব্লগ থেকে বেড়িয়ে যেতে হবে(অবশ্যই)। অন্য কম্পিউটারে কাজ করলে সেখানে ব্লগ sign in করা থাকলে sign out দিয়ে ব্লগ থেকে বেড়িয়ে যেতে হবে(অবশ্যই)। 4. এবার নবাগতর ইমেইল ওপেন করুন ও inbox এ যান। এখানে UISC ব্লগ থেকে আসা ম্যাসেজ দেখতে পাবেন। ম্যাসেজটি ওপেন করুন। 5. Click toJoin এ ক্লিক করুন। uisc ব্লগটি ওপেন হবে। এখানে আপনার ই মেইল ঠিকানা (থাকবে), নতুন(বা ইমেইলের) পাসওয়ার্ড দুই বার লিখুন। জন্ম তারিখ লিখুন অস্পস্ট অক্ষরগুলো সাবধানে সঠিকভাবে লিখে sign up করুন। 6. সফল হলে পরবর্তী নিদের্শনা(আপনার নাম, uisc র নাম, পদবী, ইত্যাদি) অনুসারে পূর্ণ করে send/save করুন। 7. এবার ব্লগটিতে আপনার রিকোয়েস্ট পেইন্ডিং অবস্থায় একটি টেবিলের মধ্যে দেখাবে। এর অর্থ হল আপনার তথ্য ব্লগ কর্তৃপক্ষের কাছে বিবেচনার জন্য প্রেরণ করা হল। কর্তৃপক্ষ আপনাকে এখন থেকে ৬ ঘন্টার মধ্যে বা তারও বেশি সময়ের মধ্যে সদস্য করলে আমন্ত্রণকারী ব্লগারের ফ্রেন্ড তালিকায় নবাগতর নাম দেখা যাবে। 8. এবার নবাগতকে ব্লগে প্রবেশ করতে হবে। www.uiscbd.ning.com ওয়েবে (sign in না করা অবস্থায়)প্রবেশ করলে প্রথমে ইমেইল ও পাসওয়ার্ড চাইবে। আপনার দেয়া ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে sign in এ ক্লিক করলে নবাগত সদস্য ব্লগের মূল পাতায় প্রবেশ করতে পারবেন। মূল পাতার উপরে নেভিগেটরগুলো দেখতে পাবেন। যেমন - মূল পাতা, আমার পাতা, ব্লগ, সদস্য, ছবি, ভিডিও, আমার দল, সদস্য আমন্ত্রণ, তথ্যভান্ডার, ফোরাম। আপনার নিজের ছবি এ্যাড করাঃ 1. ডান পাশের settings এ ক্লিক করুন। 2. PHOTO অপসনে Browse করে আপনার কম্পিউটারে থাকা ছবি এড করুন। 3. এই পাতায় PHOTO, PROFILE, PROFILE QUESTIONS, ইত্যাদি যে কোন সময় চাইলে এডিট করতে পারেন। 4. প্রয়োজনীয় এডিট শেষে save এ ক্লিক করে ‘আমার/ মূলপাতায় ফিরে আসুন। মূলপাতা পরিচিতিঃ 1. মূলপাতা ৩ কলামে বিভক্ত,(বাম, মধ্য ও ডান)। ওপরে বিভিন্ন নেভিগেটর (মূলপাতা, আমার পাতা, ব্লগ, সদস্য............. ফোরাম) 2. বাম কলামে লাল লেখা MEMBERS (এখানে সর্ব শেষ যে ব্লগার ব্লগ লিখেছেন তার ছবি উপরের বামে থাকে। ক্রমান্নয়ে উপরের ডান দিকে পরের লাইনের বাম হতে ডান দিকে থাকে। ছবির ওপর বা নামের ওপর ক্লিক করলে ঐ ব্লগারের পাতায় চলে যাবেন।) LATEST ACTIVITY (সর্ব শেষ যে ব্লগার ব্লগ বা মন্তব্য বা কাজ করেছেন তা দেখতে পাবেন।এছাড়া রয়েছে লাল রংএ লেখা তথ্য লিংক। 3. মধ্য কলামে লাল লেখা BLOG POSTS (এখানে ব্লগ দেখতে পাবেন তবে সবার ব্লগ দেখতে পাবেন না। ব্লগ কর্তৃপক্ষ গুরুত্ব বিবেচনা করে যে ব্লগগুলো নির্বাচন করবেন কেবল তা দেখা যাবে। এখানে আপনি চাইলেও লিখতে পারবেন না) ছবি (কর্তৃপক্ষ কর্তৃক নির্বাচিত ছবি দেখা যাবে আপনার সংযোজন বা বিয়োজনের সুযোগ নেই। মধ্য কলাম ব্যবহার বিধি: • ব্লগ হেডলাইনে ক্লিক করে বিস্তারিত পড়তে পারবেন। (এসময় মূল নেভিগেটর ‘ব্লগ’ এ চলে যাবে, এনিয়ে পরে বিস্তারিত বলব)। • ফিচার পড়ে আপনার ছবির পাশের ফাকা জায়গায় এই ফিচারের ওপর মন্তব্য লিখতে পারবেন যা এই ফিচারের পাঠকরা পড়তে পারবে। • ছবি বা নামের ওপর ক্লিক করে ব্লগারের পাতায় যেতে পারবেন। (এসময় মূল নেভিগেটর ‘সদস্য’ এ চলে যাবে, এনিয়ে পড়ে বিস্তারিত বলব) 4. ডান কলাম: এটা যেকোন নেভিগেটরের জন্য অপরিবর্তীত থাকে।কলামের প্রথমে লাল কালিতে আপনার নাম (নিজের নাম দেখতে কার না ভাল লাগে বলুনতো? হা..হা..হা...)Sign Out( ব্লগ থেকে বেড়িয়ে যেতে চাইলে ক্লিক করুন) Inbox(আপনাকে কেউ ম্যাসেজ, যা এখনো পড়া হয়নি, পাঠালে এখানে সংখ্যা দেখাবে)এ ক্লিক করে ম্যাসেজ পড়ে নিতে পারেন।Friends-Invite (আপনি নবাগতকে ব্লগ সদস্য করতে চাইলে Invite এ ক্লিক করুন, এই ব্লগের সদস্য যারা আপনার বন্ধু তাদের নামের তালিকা দেখতে চাইলে Friends এ ক্লিক করুন।আর পাশে সংখ্যা থাকলে সংখ্যার ওপর ক্লিক করলে আপনাকে যারা বন্ধুত্বের আমন্ত্রণ জানিয়েছে তাদের তালিকা দেখাবে) Settings(আপনার ছবি এ্যাড করাঃ করায় লিখেছি।) সবার নীচে BIRTHDAYS TODAY(।আজ যে ব্লগারদের জন্মদিন তাদের তালিকা, Give a Giftএ ক্লিক করে ব্লগারকে উপহার দেয়া যায়।এছাড়া রয়েছে লাল রংএ বাংলায় লেখা রিপোর্ট আপলোড, তথ্য ও ভিডিও লিংক। আমার পাতা পরিচিতি: আমার পাতায় ক্লিক করলে আপনি আপনার নিজের পাতায় চলে যাবেন যেখানে আপনার ছবিটা বড় আকারে দেখা যাবে । আমার পাতাও ৩ কলামে বিভক্ত, বাম-মধ্য-ডান, ডান অপরিবর্তীত, ডান কলাম নিয়ে আর কিছু লিখবো না। 1. বাম কলাম • Customize My Pageএ ক্লিক করুন (আপনার পাতার ডিজাইন ও রং পাল্টাতে) • Blog Posts (28) আপনার ফিচার যা সবার জন্য লেখা অর্থাৎ মৌলিক লেখা যা ব্লগে প্রকাশিত হয়েছে তা দেখতে Blog Posts এ ক্লিক করুন। (সংখ্যা দ্বারা আপনি এ পর্যন্ত যতগুলো ব্লগ লিখেছেন তার সংখ্যা বুঝানো হয়) • Events (1) আপনার প্রকাশিত Events দেখতে ক্লিক করুন। • ছবি (7) আপনার প্রকাশিত ছবি দেখতে ক্লিক করুন। • Photo Albums (১) আপনার প্রকাশিত ফটো এ্যালবাম দেখতে ক্লিক করুন। • ভিডিও (1) আপনার প্রকাশিত ভিডিও দেখতে ক্লিক করুন। • My Apps( ) • My Likes() • এর পর আছে MY Friends (এখানে আপনার বন্ধুদের ছবি দেখাবে। ছবির উপর ক্লিক করে বন্ধুর পাতায় যাওয়া যাবে) • +Invite More (অন্যান্য ব্লগারদের বন্ধু আমন্ত্রণ জানাতে পারেন) • View All (সকল বন্ধুর নাম সহ ছবি দেখতে ক্লিক করুন) • My Events (এ্যড করা ইভেন্টস এর বর্ণনা, ও সম্পূর্ণ দেখতে চাইলে ক্লিক করুন) • + Add an Event (নতুন ইভেন্ট যোগ করতে চাইলে ক্লিক করুন) • View All ( সব ইভেন্ট বিস্তারিত দেখতে) • (কলমের ছবি) Edit (এটি যেখানেই থাকুক না কেন সেই অপসনটি পরিবর্তন, পরিমার্জন করতে চাইলে এটি ক্লিক করে কাজ করতে হবে।) • RRS • +Add RRS • Gifts Received(আপনাকে কে কতটা উপহার দিল তা এখানে সংখ্যা সহ দেখাবে। • Give a Gift (আপনি উপহার দিতে চাইলে এখানে ক্লিক করে যে কোন (লাল রিবন ফ্রি)একটি দিতে পারেন। • View All ( সব উপহার বিস্তারিত দেখতে) 3. মধ্যম (প্রসস্ত) কলাম: o সবার উপরে বড় করে আপনার নাম দেখতে পাবেন। নামের উপর কার্সর রেখে এডিট করে অন্য কোন বাক্য বা উক্তি লিখতে পারেন। Latest Activity এর (Share: Blog Post. Event. Photo .Video এবং আপনার ছবির পাসে ফাকা জায়গা ছাড়া) নীচে থাকবে আপনার যত লেখা, মন্তব্য, আপনার লেখায় অন্যের মন্তব্য এবং আপনি ও আপনাকে ঘীরে এই ব্লগে যা কিছু হবে তার সবই (সাম্প্রতিকতম থেকেশুরু করে)। ব্যবহার বিধি: উদাহরণঃ মোহাম্মদ শহিদুল ইসলাম commented on শওকত আলী খান হিরণ's blog post 'UISC র পথে পথে কলাপাড়ার UNO, AC(Land), আমি এবং একজন মুক্তিযোদ্ধা' ধন্যবাদ। 7 hours ago এখানে নাম বা ছবিতে ক্লিক করে ব্লগারের পাতায় যাওয়া যাবে। • commented এ ক্লিক করে মন্তব্যটি সম্পূর্ণ পড়া যাবে। সাথে অন্যান্য মন্তব্য দেখাবে। • ব্লগ হেডলাইনে ক্লিক করলে সম্পূর্ণ ব্লগটি দেখাবে। • নীচে দেখা যায় কত সময় পূর্বে এটা দেয়া হয়েছে।যেমন 7 hours ago. এই পুরো একটিভিটিজকে আপনি চিরতরে মুছে ফেলতে চাইলে একটিভিটিজের উপর কার্সর রাখলে ডান পশে ছোট আকারের ‘X’ চিহ্ন দেখাবে, তখন ‘X’ চিহ্নে ক্লিক করতে হবে। Share: Blog Post. Event. Photo .Video • Blog post-এ ক্লিক করে নতুন ব্লগ লিখতে শুরু করুন: • Event এ নতুন Event লিখুন Photo তে ক্লিক করে আপনার কম্পিউটারে থাকা ছবি ব্লগে প্রকাশ করুন, • Video তে ভিডিও প্রকাশ করুন। • Blog Post এ ক্লিক করলে Add a Blog Post উইন্ডো আসবে। Post title এ হেড লাইন এবং Entry তে বিস্তারিত লিখে Publish Post এ ক্লিক করতে হবে। আথবা More options (এখানটায় লিখতে অনেক সুবিধা, যা ‘ব্লগ’ নেভিগেটরে বিস্তারিত লিখেছি) এ ক্লিক করে Post title এ হেড লাইন এবং Entry তে বিস্তারিত লিখে Publish Post এ ক্লিক করতে হবে। আপনার এই ব্লগটি Latest Blog posts এ সবাইকে দেখাবে। মূল পাতার বামপাশে আসবে এবং ব্লগ পাতার মধ্য কলামে বড় আকারে আসবে।নির্বাচিত হলে মূল পাতার মধ্য কলামে আসবে। More options এ ক্লিক করলে মূল নেভিগেটর ‘ব্লগ’ এ চলে যাবেন। “ব্লগ” নেভিগেটর পরিচিতিঃ • আমার পাতার পাশে “ব্লগ” নেভিগেটরে ক্লিক করলে এইমাত্র প্রকাশিত ব্লগ থেকে শুরু করে ব্লগ হেডলাইন দেখতে পাবেন। দুই কলামের উপরে All Blog Posts, MY blog, Edit Blog posts এবং +Add. অপসন রয়েছে। রয়েছে বাম (প্রসস্থ) কলাম, মধ্য(সরু)কলাম ও যথারিতি ডান কলাম। বাম (প্রসস্থ) কলাম