Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে টুমচর ইউনিয়ন পরিষদ

বর্ণনাঃ- নব গঠিত ২১ নং টুমচর ইউনিয়ন পরিষদটি শাকচর  ইউনিয়নের র্পূব অংশ নিয়ে ২১নং টুমচর ইউনিয়ন পরিষদটি গঠিত হয়।

নব গঠিত টুমচর ইউনিয়ন পরিষদটির প্রথম র্নিবাচন অনুষ্ঠিত হয় ১৯/০৬/২০১১ ইং তারিখে।

অএ পরিষদের চেয়ারম্যান মেম্বার গণের শপথ অনুষ্ঠিত হয় ১২/০৭/২০১১ ইং তারিখে।

পরিষদের প্রথম সভা অনুষ্ঠত হয় ২৪/০৭/২০১১ ইং তারিখে।

নব গঠিত ২১ নং টুমচর ইউনিয়ন পরিষদের কাযক্রম টুমচর  রহিম উদ্দিন বাড়ির সন্মুখে কাচারি ঘরে অস্থায়ী কার্যালয়ে পরিচালনা করা হয়।

উক্ত ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়টি লক্ষীপুর জেলার অর্ন্তগত সদর উপজেলাধীন লক্ষীপুর শহর থেকে ৬/৭ কিলোমিটার দক্ষীনে অবস্থিত।

 

ইউনিয়নকে জানুন

1.       আয়তন-৩৩৯৫.৬৬ একর।

2.      লোক সংখ্যা-১৮৯৮৭(২০০১ইং আদমশুমারী অনুযায়ী)

ক) পুরুষ-৯৩৩৭

খ) মহিলা-৯৬৫০

৩। শিক্ষার হার-৫৫%

৪। জন্মনিবন্ধন-৯৫%

৫। স্যানিটেশান-৯৫%